উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচার, ২ ডাম্পার গাড়ি জব্দ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১৬:০৩
কক্সবাজারের উখিয়া উপজেলায় পাহাড় কেটে মাটি পাচারের সময় বন বিভাগের অভিযানে দুটি অবৈধ ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে। ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজারের উখিয়া উপজেলায় পাহাড় কেটে মাটি পাচারের সময় বন বিভাগের অভিযানে দুটি অবৈধ ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার থাইংখালী বনবিটের গহিন বনাঞ্চলে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উখিয়া বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর রহমান। অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনিসহ বন বিভাগের একটি দল অংশ নেয়।
বন বিভাগ জানায়, অভিযানের সময় একটি চক্র ডাম্পার গাড়ির মাধ্যমে পাহাড় কেটে অবৈধভাবে মাটি পাচার করছিল। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়।
উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন ও পরিবেশ রক্ষায় বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, অবৈধ পাহাড় কাটা ও বন ধ্বংসের বিরুদ্ধে বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান চলবে।
ওমর ফারুক/এমবি

