স্ত্রী তালাক দেওয়ায় কষ্টে ১ মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১৬:২৫
ছবি : বাংলাদেশের খবর
দ্বিতীয় স্ত্রীর শর্ত মানতে না পেরে তালাক পাওয়ায় শোকে বিহ্বল এক স্বামী এক মণ গরুর দুধ দিয়ে গোসল করেছেন। এ ঘটনায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের ইজিবাইকচালক রাজ্জাক মন্ডল (৪২) বাড়ির উঠানে এ গোসল করেন।
জানা যায়, প্রথম স্ত্রী ও তিন সন্তান থাকা সত্ত্বেও ২০২২ সালে পার্শ্ববর্তী ইউনিয়নের রিক্তা খাতুনকে (২৫) ভালোবেসে দ্বিতীয়বার বিয়ে করেন তিনি। বিয়ের পর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা সংসার শুরু করেন রাজ্জাক। স্ত্রীকে খুশি রাখতে তিনি নগদ টাকা, সোনার গহনা, এমনকি গোয়ালের গরু পর্যন্ত দেন।
কিন্তু গত চার বছর পর রিক্তা খাতুন একটি শর্ত দেন। তিনি দাবি করেন, রাজ্জাককে তার প্রথম স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে। রাজ্জাক এই শর্ত মানতে না পারায় রিক্তা কাজী ডেকে তালাক দেন। এই প্রতারণা ও শোকে মুহ্যমান রাজ্জাক ৪০ কেজি গরুর দুধ কিনে এনে নিজ বাড়ির উঠানেই গোসল করেন।
রাজ্জাক মন্ডল বলেন, ‘সবই দিয়েছি। কিন্তু মা ও প্রথম সংসারকে অস্বীকার করার শর্ত মানতে পারিনি। তাই সে আমাকে তালাক দিল।’
রাজ্জাকের প্রথম স্ত্রী সালেহা পারভিন বলেন, ‘সবই দিয়েছে সে, কিন্তু শেষ পর্যন্ত তালাকই পেয়েছে।’
রাজ্জাকের মা জহুরা খাতুন জানান, ছোট বউ কাজী ডেকে এনে তালাক দিয়েছে।
স্থানীয় বাসিন্দা গঞ্জের মিয়া বলেন, ‘দুধ দিয়ে গোসল—এলাকায় এমন ঘটনা এই প্রথম।’
রাজ্জাক মন্ডল হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের মৃত শাহজদ্দী মন্ডলের ছেলে।
এম বুরহান উদ্দীন/এআরএস

