ফরিদপুর-১ : ধানের শীষের পক্ষে আলফাডাঙ্গা পৌর যুবদলের গণসংযোগ
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১৯:৪০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে নির্বাচনী তৎপরতা তুঙ্গে উঠেছে। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের পক্ষে ধানের শীষ প্রতীকে প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন আলফাডাঙ্গা পৌর যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে আলফাডাঙ্গা সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনার মধ্য দিয়ে এ প্রচারণা চালানো হয়। আলফাডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমানের নেতৃত্বে কর্মসূচিটি পরিচালিত হয়।
গণসংযোগকালে পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের জয়ের কোনো বিকল্প নেই। ফরিদপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামকে বিজয়ী করতে পৌর যুবদল ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে ফরিদপুর-১ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।
তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং তিনি হবেন বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী। সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
লিফলেট বিতরণকালে আলফাডাঙ্গা পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমবি

