Logo

সারাদেশ

গণসংযোগে সরগরম ঢাকা-৬, ভোটারদের কাছে দুই প্রধান প্রার্থী

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০১:০২

গণসংযোগে সরগরম ঢাকা-৬, ভোটারদের কাছে দুই প্রধান প্রার্থী

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-৬ আসনে নির্বাচনি প্রচারণা দিন দিন বাড়ছে। দুই প্রধান প্রার্থীর ধারাবাহিক গণসংযোগ, সভা ও সমাবেশে আসনটির রাজনৈতিক মাঠ ক্রমেই সরগরম হয়ে উঠেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী ড. আব্দুল মান্নান পৃথক কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছান।

বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডে সকাল ১০টা থেকে দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করেন। জহির রায়হান নাট্যমঞ্চ থেকে শুরু হওয়া কর্মসূচি অক্ষয় দাস লেন বাগিচা, কে বি রোড, লোহারপুল খালপাড়, মটনার গলি, গেন্ডারিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও সংক্ষিপ্ত পথসভা আকারে সম্পন্ন হয়।

গেন্ডারিয়ায় এক পথসভায় ইশরাক হোসেন বলেন, “আমি আগে কখনো রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম না। আপনাদের কাছে একবার সুযোগ চাই। যদি আমাকে দায়িত্ব দেন, ইনশাআল্লাহ আপনাদের হতাশ করবো না।”

অন্যদিকে জামায়াত মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী ড. আব্দুল মান্নান নারিন্দা রোড ও গেন্ডারিয়া এলাকায় গণসংযোগ করেন।

দুপুরে তিনি ঢাকাস্থ ফেনী ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ব্যবসায়ী ফোরামের উদ্যোগে আয়োজিত মিলনমেলায় অংশ নেন। রাজধানীর বংশালে ফজলুল হক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই মিলনমেলায় ঢাকায় বসবাসরত ফেনী জেলার ইলেকট্রিক ও ইলেকট্রনিক খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আবদুল মান্নান বলেন, “সংগঠিত উদ্যোগ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ব্যবসায়ী সমাজের উন্নয়ন সম্ভব।” তিনি ফেনী জেলার ব্যবসায়ী সমাজের সামগ্রিক উন্নয়নে সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণসংযোগ সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর