Logo

সারাদেশ

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

Icon

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪১

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

ছবি : বাংলাদেশের খবর

প্রেমের সম্পর্ক পারিবারিকভাবে মেনে না নেওয়ায় বরগুনার তালতলী উপজেলায় এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন।

নিহত স্বাধীন দাশ (১৫) তালতলী পাড়া এলাকার প্রদীপ দাশের ছেলে এবং তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাতটার দিকে উপজেলার তালতলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেহেলা এলাকার এক তরুণীর সঙ্গে স্বাধীন দাশের আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় অভিমান করে তিনি নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বাধীন দাশ আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আত্মহত্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর