Logo

সারাদেশ

বগুড়া-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, আহত ৩

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫১

বগুড়া-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, আহত ৩

ছবি : বাংলাদেশের খবর

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থিত নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জামায়াতের তিন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন শাখা জামায়াতের আমির মোফাজ্জল হোসেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের উত্তর বেলাই গ্রামে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামানের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিসে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। তার দাবি, বিএনপি সমর্থিত একদল সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে অফিসে হামলা করে ভাঙচুর চালায়।

এ সময় কিচক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি মো. শাহ জালাল, সমর্থক মো. রশিদুল ইসলাম ও মো. আবু তাহের আহত হন। তাদের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করা হয়। শাহ জালালকে গলা চেপে হত্যার চেষ্টাও করা হয়েছে বলে দাবি করেন তিনি। হামলাকারীরা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ, সেনাবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান মোফাজ্জল হোসেন।

তিনি বলেন, ঘটনার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, এতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে।

সংবাদ সম্মেলনে শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন অভিযোগ করেন, শিবগঞ্জে জামায়াত প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে এবং এখনো সমতাভিত্তিক নির্বাচনী পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত হয়নি।

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ রাজনৈতিক দল। আমরা অশান্তি চাই না।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, সুষ্ঠু পরিবেশে নির্বাচন হলে বগুড়া-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন।

সংবাদ সম্মেলনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন সংঘর্ষ সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর