খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের ১ হাজার নেতাকর্মীর বিএনপিতে যোগদান
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪১
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের এক হাজার নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পৌর শহরের টাউন হল সম্মেলন কক্ষে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করে খাগড়াছড়ি জেলা বিএনপি।
খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চাকমা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা তাকে ফুল দিয়ে বরণ করেন।
খাগড়াছড়ির ৯ উপজেলা থেকে আসা চাকমা সম্প্রদায়ের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন। যোগদানকারীরা জানান, আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলেও এখন স্বেচ্ছায় ও সজ্ঞানে বিএনপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলে যোগ দিয়েছেন। তারা নতুন রাজনৈতিক পথচলায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
-6979849a7ff2f.jpg)
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলের জন্য কাজ করছি। আপনারা স্বেচ্ছায় দলে যোগ দিয়ে আমাদের শক্তি বাড়িয়েছেন। আসন্ন সংসদ নির্বাচনে সবাইকে একসঙ্গে কাজ করার জন্য সহযোগিতা চাই।’
সাবেক ইউপি সদস্য ও মানবিক কল্যাণ সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি শান্তিময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা ও মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান। জেলার ৯ উপজেলার চাকমা সম্প্রদায়ের তৃণমূল নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ছোটন বিশ্বাস/এআরএস

