গোপালগঞ্জে সেনা অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩
ছবি : বাংলাদেশের খবর
গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট অভিযানে ৩৬ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নিলফা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের সহায়তায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর টুঙ্গিপাড়া ক্যাম্প এ তল্লাশি কার্যক্রম চালায়। সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত স্থায়ী এ চেকপোস্টে ৩০ জন সেনাসদস্য দায়িত্ব পালন করেন।
অভিযানের সময় ঢাকা থেকে পিরোজপুরগামী ‘ওয়েলকাম এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়। আটক মাদক কারবারি মো. কাওসার (২৮) পিরোজপুর জেলার শংকর পাশা ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওসার জানায়, ঢাকার গুলিস্তান এলাকা থেকে এই গাঁজা সংগ্রহ করে পিরোজপুরে নিয়ে যাচ্ছিল।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, ‘জেলার নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে এমন অভিযান নিয়মিত চলবে। মাদকবিরোধী অভিযানে আমরা কঠোর অবস্থান বজায় রেখেছি।’
আটক ব্যক্তিকে মাদকদ্রব্যসহ টুঙ্গিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
পলাশ শিকদার/এআরএস

