Logo

সারাদেশ

পাবনায় পাখির অভয়াশ্রম রক্ষার দাবিতে মানববন্ধন

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:০৯

পাবনায় পাখির অভয়াশ্রম রক্ষার দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নে প্রয়াত আকাশকলি দাসের প্রতিষ্ঠিত পাখির অভয়াশ্রম সংরক্ষণ ও অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ও বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠন ‘গ্রিন ভয়েস’ এ কর্মসূচির আয়োজন করে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় পাবনা শহরের প্রধান আব্দুল হামিদ সড়কে এ মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল ইসলাম।

এ সময় পাবনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্কের নেতৃবৃন্দ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর নেটওয়ার্ক সদস্যসহ শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রয়াত আকাশকলি দাস তার পৈতৃক বসতবাড়ির প্রায় আট বিঘা জমিতে পাখির অভয়াশ্রম গড়ে তুলেছিলেন। তার মৃত্যুর পর এক কুচক্রী মহল ওই জমি দখলের চেষ্টা শুরু করেছে। ভূমিদস্যুরা অভয়াশ্রমে পাখির আবাসস্থল হিসেবে গড়ে ওঠা বড় গাছ কাটছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।

বক্তারা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অভয়াশ্রমটি দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানান।

শফিক আল কামাল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর