Logo

সারাদেশ

টেকনাফে ৬ কৃষককে জিম্মি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা

Icon

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৩:৫০

টেকনাফে ৬ কৃষককে জিম্মি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে ছয় কৃষককে জিম্মি করে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অপহৃতদের উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলমান রয়েছে।

মঙ্গলবার রাতেই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র।

টেকনাফের হোয়াইক্যং মিনা বাজার এলাকা ও ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের ছয় কৃষককে এভাবে আটক করে নিয়ে যাওয়া হয়। অপহৃতরা হলেন—মৃত সুলতান ফকিরের ছেলে মো. জমির (৬২), রবিউল আলমের ছেলে শফি আলম (১৩), এজাহার হোসেনের ছেলে মোহাম্মদ আলম ওরফে মাহাত আলম (১৮), মৃত শামসুল আলমের ছেলে জাহিদ হোসেন ওরফে মুন্না (৩০), মোজাহের (৬০) ও মোস্তাক (১২)।

হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ জালাল বলেন, হোয়াইক্যং মিনাবাজার সংলগ্ন পাহাড়ি এলাকায় সকালে কৃষিকাজে যাওয়ার পথে পাহাড়ি অস্ত্রধারীরা ছয় কৃষককে জিম্মি করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত অসহায় কৃষকদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো ব্যবস্থা প্রয়োজন।

এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, পাহাড়ি এলাকায় কৃষিকাজ করতে যাওয়া ছয় কৃষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পাওয়া গেছে। ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। অপহৃতদের উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব ও এপিবিএনের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। অপহৃতদের পরিবার এখন চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় আছেন। তারা জানান, ‘সকালে ক্ষেতে কাজ করতে গিয়েই দুর্বৃত্তরা ছয় কৃষককে ধরে নিয়ে যায়। এখনও পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অপহরণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর