Logo

সারাদেশ

লালমনিরহাটে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৪:৪১

লালমনিরহাটে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে কঠোর নজরদারির অংশ হিসেবে লালমনিরহাটে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৩টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল মোগলহাট বিওপির নিকটবর্তী মুনিয়ারচর ফলিমারি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থার জন্য লালমনিরহাট সদর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

রাহেবুল ইসলাম টিটুল/এআরএস


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি সীমান্ত অস্ত্র উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর