Logo

সারাদেশ

কুপিয়ে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ১৫ জনের যাবজ্জীবন

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৭:৫৭

কুপিয়ে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ১৫ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসুকে ‘কুপিয়ে হত্যা’ ঘটনার ১০ বছর পরে চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। বুধবার (২৮ জানুয়ারি) ট্রাইব্যুনালের বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় প্রদান করেন। রায়ে ৫ জন আসামিকে মৃত্যুদণ্ড এবং ৪ জনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া বাকি ১১ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত দণ্ডবিধির ১৪৩, ১৪৪, ৩০২ ও ৩৪ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ৫ জনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন : ১. বুলবুল শেখ ২. হেদায়েত শেখ ৩. তফসির শেখ (পলাতক) ৪. ঝন্টু শেখ (পলাতক) ৫. কিবরিয়াল কাজী। হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত তাদের গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অপর ৪ আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন : মিন্টু শেখ, কেনাই মোল্লা, আলিমুজ্জামান বিটু (পলাতক) এবং প্রিন্স খাঁ।

এ ছাড়া মামলার বাকি ১১ জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তারা হলেন : ইকবাল খাঁ, টুটুল শেখ, রনি শেখ, আকরাম আলী, হাবিল কাজী, বুলগান কাজী, সজিব শেখ, পনির শেখ, সিহাব শেখ, রাশেদ শেখ ওরফে রাশেদ খাঁ এবং শওকত শেখ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি বুধবার রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে ফকিরকান্দি এলাকার নিজ বাসায় ফেরার পথে একদল হামলাকারী বাসুকে কুপিয়ে ও পিটিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরদিন বৃহস্পতিবার ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে নিহতের ছোট ভাই জাসু শেখ বাদী হয়ে ১৭ জনের নামে ও অজ্ঞাত আরো ১২ জনকে আসামি করে হত্যা মামলা (জিআর নং-৬৮/২০১৬) করেন। 

দীর্ঘ ১০ বছর বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই রায় ঘোষণা করা হলো। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় উপস্থিত থাকা আসামিদের সাজা পরোয়ানা মূলে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত তার রায়ে উল্লেখ করেছেন, দণ্ডপ্রাপ্ত আসামিরা যদি এই রায়ের বিরুদ্ধে আপিল করতে ইচ্ছুক হন, তবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন-২০০২ এর ধারা ১৪ অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে পারবেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর। রায় ঘোষণার পর নিহতের স্বজনরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

পলাশ সিকদার/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর