প্রতিমা শোভাযাত্রার জেরে যুবককে কুপিয়ে জখম
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৮:১০
বগুড়ার শেরপুর পৌর শহরে প্রতিমা নিয়ে ‘গস্ত’ (শোভাযাত্রা) দিতে যাওয়ার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লুমন ঘোষ (২৭) নামের এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার খবর পাওয়া গেছে। বুধবার রাতে এ ঘটনায় শেরপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। এর আগে গত সোমবার (২৬ জানুয়ারি) রাত ১২টার দিকে শহরের সকাল বাজার ঘোষপাড়া এলাকায় লুমনের নিজ বাড়ির সামনেই এ হামলার ঘটনা ঘটে। আহত যুবক ওই এলাকার কানাই লাল ঘোষের ছেলে।
অভিযোগকারী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সোমবার রাতে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা নিয়ে ‘গস্ত’ দেওয়ার জন্য বের হন। শোভাযাত্রাটি পৌর শহরের গরু হাটখোলা মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী দ্রুত গতিতে ভিড়ের ভেতর ঢুকে পড়ার চেষ্টা করেন। মোটরসাইকেল আরোহী যুবকরা হলেন শিশুপার্ক এলাকার আতিক, অপূর্ব ও বিশাল। মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় লুমন ঘোষসহ শোভাযাত্রায় থাকা লোকজন তাদের বাধা দেন এবং সাবধানে যাতায়াত করতে বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
অভিযোগ উঠেছে, ওই তিন যুবক সেখান থেকে চলে গিয়ে স্থানীয়ভাবে মিথ্যা প্রচার করেন যে, লুমনের নেতৃত্বে তাদের মারধর করা হয়েছে। পরবর্তীতে রাত ১২টার দিকে লুমন ঘোষ তার বাড়ির সামনে একা অবস্থানকালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা লুমনের মাথার চারটি স্থানে কুপিয়ে গভীর জখম করে এবং পায়ে আঘাত করে।
রক্তাক্ত অবস্থায় লুমনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লুমনের মাথায় চারটি গভীর ক্ষত হওয়ায় সেখানে ১৫টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় লুমনের মা শেফালী রানি ঘোষ বাদী হয়ে বন্ধন, বিশাল, অপূর্ব, জয়, বিশ্ব, আতিক, দুর্জয় বিজয়, উৎসব, পদ্ধসহ নাম উল্লেখ করে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত বন্ধন ও অপূর্ব বলেন, এটি একটি অনাকাংঙ্খিত ঘটনা। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
আব্দুল ওয়াদুদ/এসএসকে/

