ফেনীর ২২ সাংবাদিককে পিআইবিতে নির্বাচনকালীন প্রশিক্ষণ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৮:২৪
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ফেনী জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত ২২ জন সাংবাদিককে নির্বাচনকালীন প্রশিক্ষণ দিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।
মঙ্গলবার ও বুধবার (২৭ ও ২৮ জানুয়ারি) রাজধানীর সার্কিট হাউজ রোডের পিআইবি ভবনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
বুধবার (২৮ জানুয়ারি) বিকালে সমাপনী দিনে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণার্থীদের সনদ তুলে দেন পিআইবি পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তৌহিদুল ইসলাম আনোয়ার। এ সময় পিআইবি গবেষক সহুল আহমেদ মুন্না, প্রশিক্ষক সাহানেওযার সাইদ শাহীন, গবেষক ছিদ্দিক ফারুক, সহ-সম্পাদক আলী মর্তুজা প্রমুখ উপস্থিত ছিলেন। দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ ও ইউল্যাবের শিক্ষক ও সাংবাদিক নাজিয়া আফরিন মনামী প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণের উপর মূল্যায়ন করে অনুভূতি প্রকাশ করেন বাসস প্রতিনিধি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ও সংগ্রাম প্রতিনিধি একেএম আবদুর রহীম।
দুইদিনব্যাপী এ প্রশিক্ষণে দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ ‘জুলাই অভ্যুত্থান পরবর্তী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ও শিকারি সাংবাদিকতা, ভোট, ভোটার ও নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের গঠন, কার্যাবলী, দায়িত্ব ও কর্তব্য, নির্বাচনের অংশীজন, রাজনৈতিক দল, সুশীল সমাজ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন পর্যবেক্ষক গণমাধ্যম, নির্বাচন প্রক্রিয়া সীমানা নির্ধারণ, ভোটার তালিকা, ভোটকেন্দ্র, মনোনয়ন, হলফনামা, নির্বাচনী আইন লঙ্ঘন, অনিয়ম ও অপরাধ, নির্বাচন রিপোর্টিং ধরণ ও প্রকরণ, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী কনফারেন্স, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এবং সংস্কার, নির্বাচনী ব্যবস্থাপনার দায়িত্ব ও কর্তব্য, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এবং শিক্ষক ও সাংবাদিক নাজিয়া আফরিন মনামী গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও নিরাপত্তা, মাল্টিমিডিয়া সাংবাদিকতা, নির্বাচনকলে গণমাধ্যমকর্মীর শারিরীক ও ডিজিটাল নিরাপত্তা, ভূয়া তথ্য, অপতথ্য, ভূয়া সংবাদ, হেট স্পিচ, গুজব, প্রোপাগান্ডা ইত্যাদির মোকাবেলার গুরুত্ব, ফ্যাক্টচেকিং : তথ্য, ছবি ও ভিডিও যাচাই বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন।
এম. এমরান পাটোয়ারী/এসএসকে/

