Logo

সারাদেশ

মাহফিল ও জমিসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাত : নিহত-১, আহত-১

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৯:০৫

মাহফিল ও জমিসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাত : নিহত-১, আহত-১

কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে ও জমিসংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ ছুরিকাঘাতে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি ওই এলাকার চান মিয়ার ছেলে রবিউল (৪০)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জয়নাল আবেদীনের ছেলে সাবেক ইউপি সদস্য ফয়সাল কবীর। তিনি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জানগর এলাকার পুরান পাগলা বাজারে শফিকের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

জানা যায়, এলকায় একটি মাহফিল হওয়ার সময় কিছু ঝামেলা হয়। মাহফিলের বিরোধ ছাড়াও আরেকটি জমির দলিলের বিষয়েও কয়েকজনের মাঝে ঝামেলা চলছিল। এমন অবস্থায় বুধবার সকালে  রবিউল, দোকানদার শফিক, জাকিরসহ কয়েকজন চা পান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে পেছন দিক থেকে হঠাৎ রবিউলের ওপর ছুরিকাঘাত করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় ছুরিকাঘাতে আহত হন ফয়সাল কবীর।

প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জানগর গ্রামের মৃত সুজাত আলীর ছেলে রব, আলমের ছেলে নূর নবী ও মহিন, আবদুর রবের ছেলে ময়নাল এবং টুক্কু মিয়ার ছেলে কুদ্দুসসহ কয়েকজন এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। হামলার সময় রবিউল প্রাণ হারান। ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, আসামি নূর নবী বর্তমানে বিদেশে পালানোর চেষ্টা করছে।

আহত ফয়সাল কবীর বলেন, ‘গ্রামে অনুষ্ঠিত একটি ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে কয়েকদিন ধরে মনোমালিন্যতা ছিল। পাশাপাশি জমিসংক্রান্ত বিরোধও ছিল। এসব বিরোধের জের ধরেই দোকানে চা খাওয়ার সময় তারা দলবল হয়ে এসে আমাদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ওই সময় রবিউলের ঘাড়ে ছুরি দিয়ে গাই দিলে সে ঘটনাস্থলে মৃত্যু বরণ করে। আর আমি কোনো রকম আহত অবস্থায় পালিয়ে যাই। আমি তাদের সকলের ফাঁসি চাই।’

কুমিল্লার বরুড়া থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত রবিউলের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

সোহাইবুল ইসলাম সোহাগ/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর