যশোর কারাগার থেকে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ২০:২৯
স্ত্রী-সন্তানের মৃত্যুর চার দিন পর যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর বেলা ২টার দিকে তিনি মুক্তি লাভ করেন।
যশোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত দায়িত্বে থাকা সিনিয়র জেল সুপার মো. আসিফ উদ্দীন মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
কারা কর্তৃপক্ষ জানায়, গত সোমবার হাইকোর্টের একটি ফৌজদারি ডিভিশন বেঞ্চ জুয়েল হাসান সাদ্দামের ছয় মাসের জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন। সেই আদেশের কপি বুধবার কারাগারে এসে পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও নয় মাস বয়সী সন্তানের অকাল মৃত্যু এবং পরবর্তীতে মরদেহ নিয়ে কারাগারের গেটে যাওয়ার ঘটনাটি চলতি সপ্তাহে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল। গত সপ্তাহে সাদ্দামের স্ত্রী ও সন্তান মারা গেলেও তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।
প্যারোল না পাওয়ায় শেষবারের মতো দেখার জন্য স্ত্রী ও সন্তানের মরদেহ অ্যাম্বুলেন্সে করে কারাগারের গেটে নিয়ে যান স্বজনরা। সেখানে কড়া নিরাপত্তার মধ্যে মাত্র পাঁচ মিনিটের জন্য তাকে মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। জানা যায়, নয় মাস আগে সন্তানের জন্ম হলেও কারাবন্দি থাকায় ওই দিনই প্রথমবারের মতো নিজের সন্তানের মুখ দেখেন এই ছাত্রলীগ নেতা।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিনের মধ্যেই গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন জুয়েল হাসান সাদ্দাম। এরপর থেকেই তিনি কারাবন্দি ছিলেন।
এমএইচএস

