Logo

সারাদেশ

মদনে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ

Icon

মদন উপজেলা প্রতিনিধি (নেত্রকোনা)

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ২১:৪৬

মদনে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ

নেত্রকোনার মদনে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে পরান মিয়া (১৯) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অপহৃত শিক্ষার্থীর বাবা আজ বুধবার (২৮ জানুয়ারি) ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে মদন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

এর আগে সোমবার (২৬ জানুয়ারি)  উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত পরান মিয়ার বাবা বুলবুল মিয়াকে বুধবার সন্ধ্যায় আটক করেছে মদন থানার পুলিশ। 

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণিতে পড়ছে। মাদ্রাসায় যাওয়া-আসার পথে মেয়েটিকে প্রায় সময়েই উত্যক্ত করতো বখাটে পরান। গত সোমবার (২৬ জানুয়ারি) সকালে মাদ্রাসায় যাওয়ার পথে সিএনজি যোগে মেয়েটিকে অপহরণ করে পরান মিয়া। এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটির বাবা ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে মদন থানায় অভিযোগ দায়েক করেছেন। 

মেয়েটির মা বলেন, ‘আমার মাদ্রাসা পড়ুয়া মেয়েটাকে জোর করে সিএনজিতে তুলে নিয়ে গেছে। লোকজনের কাছে ঘুরে মেয়েটির খোঁজ না পেয়ে থানায় অভিযোগ দিয়েছি। আমার মেয়েকে আমার কাছে ফেরত চাই।’ 

পরানের বাবা বুলবুল মিয়া জানান, ‘মেয়েটাকে নিয়ে আমার ছেলে পালিয়েছে জানতে পেরেছি। কিন্তু ছেলের ফোন নম্বর বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।’ 

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম জানান, অপহৃত মেয়েটিকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে৷ এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। 

নিজাম তালুকদার/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অপহরণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর