Logo

সারাদেশ

১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের মাদক কারবারি গ্রেপ্তার

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১৩:২০

১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালের গৌরনদীতে ১৪ কেজি গাঁজাসহ কৌশিক চন্দ্র সরকার (২৫) নামের তৃতীয় লিঙ্গের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ছবি : বাংলাদেশের খবর

বরিশালের গৌরনদীতে ১৪ কেজি গাঁজাসহ কৌশিক চন্দ্র সরকার (২৫) নামের তৃতীয় লিঙ্গের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালিয়ে সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ঢাকা-কুয়াকাটা রুটে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। অভিযানের পর তাকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

এস এম মিজান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর