Logo

সারাদেশ

ঝিনাইদহে দুপক্ষে সংঘর্ষে নারীসহ আহত ২০

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১৪:১১

ঝিনাইদহে দুপক্ষে সংঘর্ষে নারীসহ আহত ২০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাধুখালী গ্রামের শহিদুল মাস্টারের সঙ্গে নূর আলী ও বাদশার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে নূর আলী ও তার সহযোগীরা বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা করলে শহিদুল মাস্টারের পক্ষের লোকজন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন নূর আলী গ্রুপের আইয়ুব হোসেন, মোলায়েম হোসেন, নুরুল হোসেন, নূর আলী ও বাদশা এবং শহিদুল মাস্টার গ্রুপের মতিয়ার রহমান (৪৮), নূর আলী, আতিয়ার রহমান, ইজারত মন্ডল, মদিনা খাতুন, আহাদ ও শফি উদ্দিন।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্ল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এম বুরহান উদ্দীন/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর