বাগেরহাটে বিএনপির মানববন্ধনে হামলা, আহত ৫
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১৭:৫৭
বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় চিতলমারী থানার সামনে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় মানববন্ধনে অংশগ্রহণকারী অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন, শীতল মন্ডল (৬২), সুরেন মজুমদার (৬৫), হাসিবুল বিশ্বাস (৫০), জানজার শেখ (৪৫) ও অজ্ঞাত এক নারী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা সটকে পড়ে।
পরে দুপুর ১২ টার দিকে দুই কিলোমিটার দূরে পাটরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুনরায় জড়ো হয়ে আবারও মানববন্ধন পালন করে স্থানীয়রা।
মানববন্ধন বক্তারা বলেন, মমিনুল হক টুলু বিশ্বাস বিএনপির নিবেদিত প্রাণ। সে ৪৫ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিগত ১৬ বছরে সে অসংখ্য মামলা, হামলা ও নির্মম নির্যাতনের শিকার হয়েছে। তার স্ত্রী ও শিশু সন্তানরাও রেহাই পাননি। আজ দলের সুদিনের সময় কেন তাকে বহিস্কার করা হলো তা আমরা জানি না। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের আবেদন মমিনুল হক টুলু বিশ্বাসের বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার দাবি জানান। একই সাথে তদন্তপূর্বক মানববন্ধনে হামলাকারীদের বিচার দাবি করেন।
মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, ‘আমাকে কেন বহিস্কার করা হল তা জানিনা। ধানের শীষের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের সাথে নির্বাচনী প্রচারণা চলাকালে খবর পাই আমার বহিস্কারাদেশ। তবে কেন কি কারণে তা আমি জানি না। এটি একটি কুচক্রিমহল ষড়যন্ত্রের অংশ। এ খবরে আমাকে ভালোবাসে এমন শত শত নেতাকর্মী বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করে। মানববন্ধনে আসা নিরিহ নেতাকর্মীদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। আমার নেতা দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমার বহিস্কারাদেশ প্রত্যাহার ও হামলাকারীদের বিচারের দাবি জানাই।’
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে বিএনপি কপিল কৃষ্ণ মন্ডল, দলীয় স্বতন্ত্র প্রার্থী এমএ এইচ সেলিমসহ ৮ জন প্রার্থী নির্বাচন করছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসকে ২৬ জানুয়ারি দল থেকে বহিস্কার করা হয়।
শেখ আবু তালেব/এসএসকে/

