পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর সদস্য নিহত, নাবিক গুরুতর আহত
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১১:৫৫
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্য নিহত ও অন্য এক নাবিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পটিয়া বাইপাস সড়কের গাজী বাড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নৌসদস্যের নাম নাজমুস সাকিব (৩৮)। আহত নাবিক মো. ইকরাম। উভয়ই পতেঙ্গা নৌঘাঁটিতে কর্মরত ছিলেন।
জানা যায়, ছুটির দিনে তারা মোটরসাইকেলে করে কক্সবাজার ভ্রমণে বের হন। পথিমধ্যে পটিয়া বাইপাস সড়কের গাজী বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাস তাদের মোটরসাইকেলে জোরে ধাক্কা মারে। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই নাজমুস সাকিবের মৃত্যু হয়।
আহত ইকরামকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্র জানায়, তার অবস্থা সংকটাপন্ন।
দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়দের অভিযোগ, বাইপাস সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও নজরদারির অভাবে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনায় নৌবাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন এবং আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাস শনাক্তের চেষ্টা চলছে।
ইমরান হোসেন মুন্না/এআরএস

