আলফাডাঙ্গায় নতুন মসজিদ উদ্বোধন
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১২:০০
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের আলফাডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে ‘বাইতুন নাজাত আস সালাফি জামে মসজিদ’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার গোপালপুর বাজারে আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করা হয়।
বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম মোল্যার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের হামজা (রা.) কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও পরিচালক অ্যাডভোকেট সৈয়দ মঈনুল শহীদ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ মঈনুল শহীদ বলেন, ‘মসজিদ কেবল ইবাদতের স্থান নয়, বরং এটি সমাজ সংস্কারের কেন্দ্রবিন্দু। এই মসজিদটি সম্পূর্ণভাবে শিরক ও বিদআতমুক্ত পরিবেশে এবং পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর সঠিক দিকনির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে, যা এ অঞ্চলের মানুষের সঠিক দ্বীন পালনে সহায়ক হবে।’
সভাপতির বক্তব্যে আবুল কালাম মোল্যা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং মসজিদের সার্বিক উন্নয়নে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, নবনির্মিত এ মসজিদটি এলাকায় সহিহ আকিদা ও আমলের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মিয়া রাকিবুল/এআরএস

