রাজশাহীতে মোতায়েন থাকবে ৪ হাজারেরও বেশি বিজিবি সদস্য
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১৬:০১
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী বিভাগের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির রাজশাহী ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন বলেন, সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজশাহী সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশন ও সরকারের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে, যাতে ভোটাররা নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে রাজশাহী পোস্টাল একাডেমির সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
কর্নেল সৈয়দ কামাল হোসেন জানান, রাজশাহী সেক্টরের আওতাধীন রাজশাহী বিভাগের সাতটি জেলা (জয়পুরহাট ব্যতীত), ৬২টি উপজেলা এবং একটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ৩৭টি সংসদীয় আসনে মোট ৬৫টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পে প্রায় ১৪৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সীমান্তের বর্ডার আউট পোস্টে (বিওপি) প্রতিটিতে ১০ জন করে সদস্য রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে রাজশাহী সেক্টরে চার হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিজিবির সেক্টর কমান্ডার বলেন, সীমান্তবর্তী ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় দুটি আধুনিক এপিসিসহ এক প্লাটুন বিজিবি কুইক রিঅ্যাকশন ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় সাতটি ডগসহ (ক-৯ ইউনিট) এক প্লাটুন মোতায়েন থাকবে।
এমবি

