নাটোরে বিএনপি ছাড়লেন ১২ নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১৬:০৬
নাটোরের নলডাঙ্গা উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন পিপরুল ইউনিয়নের ১২ জন নেতাকর্মী।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পিপরুল ইউনিয়নে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তারা জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ইউনুস আলী। তিনি নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে স্বাগত জানান।
পিপরুল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. ইস্রাফিল এবং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. খালেদুল ইসলামের নেতৃত্বে এই ১২ জন নেতাকর্মী জামায়াতে যোগ দেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মো. ইউনুস আলী বলেন, ধর্ম-বর্ণ ও মতাদর্শের ঊর্ধ্বে উঠে নাটোর সদর ও নলডাঙ্গার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও উন্নত নাটোর গড়ে তোলাই জামায়াতের লক্ষ্য। তিনি নাটোরকে দেশের জন্য একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হতে পারলে চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মমুক্ত একটি উপজেলা উপহার দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক মো. দেলোয়ার হোসেন খান, সহকারী সেক্রেটারি মো. আতিকুল ইসলাম রাসেল, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আলী আল মাসুদ মিলন, নলডাঙ্গা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নাজমুল/এসএসকে/

