হাতিয়ায় ফেরী উদ্বোধনকে ঘিরে এনসিপি-বিএনপি সংঘর্ষ, আহত অন্তত ৫
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১৮:২৯
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনার ঘাটে ফেরি উদ্বোধনকে ঘিরে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার নলচিরা ঘাটে এ মারামারির ঘটনা ঘটে। তবে এর আগে পৌনে ৪টার দিকে ফেরি ‘মহানন্দা সার্ভিস’ উদ্বোধন করেন নৌ সচিব ড. নুরুন নাহার চৌধুরী।
স্থানীয় একাধিক সূত্র জানায়, নলচিরা ও চেয়ারম্যান ঘাটে ফেরি দেওয়ার দাবী ছিল দীর্ঘদিনের। রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের দীর্ঘ দিনের দাবীর পর সম্প্রতি সরকার নলচিরা-চেয়ারম্যান ঘাট নৌপথে একটি ফেরি দেয়। যার নাম করণ করা হয় ‘মহানন্দা সার্ভিস’।
ইতোমধ্য ফেরি চলাচলের জন্য ঘাটও নির্মাণ হয়। নির্মাণ শেষে শুক্রবার বিকেলে ফেরি চলাচল উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআরটিসিএ’র চেয়ারম্যানসহ উর্ধতন কর্তৃপক্ষ। বিকেলে উদ্বোধনের আগেই ফেরি পেতে নিজেদের ক্রেডিট নিয়ে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা বাকবিতণ্ডায় লিপ্ত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার, নৌ-পুলিশ এর উদ্যোগে তাদের শান্ত করে ফেরি উদ্বোধন করা হয়।
সূত্র জানায়, উদ্বোধনের কয়েক মিনিট পরই বিএনপি ও এনসিপি দুই পাশে দাড়িয়ে মিছিল করে। এক পর্যায়ে মিছিল দুটি মুখোমুখি হয়ে মারামারিতে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত পক্ষে ৫জন আহত হয়। পরে নৌপুলিশ, হাতিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন জানান, উদ্বোধনি অনুষ্ঠান শেষে অতিথিরা চলে যাওয়ার পর বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা নিজেদের ক্রেডিট নিয়ে হাতাহাতিতে জড়িত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসএসকে/

