ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে : ড. মঈন
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১৯:৪৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান। ছবি : বাংলাদেশের খবর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, ধানের শীষে ভোট দিয়েই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, দেশের মানুষ গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও ভোটাধিকার ফিরে পেতে চায়।
শুক্রবার (৩০ জানুয়ারি) নরসিংদী-২ নির্বাচনী এলাকার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, দীর্ঘ প্রায় দুই দশক ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এ নির্বাচনে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। বিএনপি কখনোই চরমপন্থী রাজনীতিতে বিশ্বাস করে না। ধানের শীষে ভোট দিয়ে দেশে একটি উদার, সহনশীল ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন এবং ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই দিন ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে আরেকটি উঠান বৈঠকে বক্তব্য রাখেন ড. আব্দুল মঈন খান। ইজি ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইসাদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত ওই বৈঠকেও তিনি ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে গুরুত্বারোপ করেন।
মো. বেলায়েত হোসেন/এমবি

