সেনাবাহিনীর অভিযানে পুলিশ সদস্যসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ধর্মপাশা-মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১৯:৫৭
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে মধ্যনগর থানায় কর্মরত এক পুলিশ সদস্যসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জের মধ্যনগর থানার চামরদানি গ্রামের নান্টু সরকারের ছেলে সুমন চন্দ্র সরকার (৩২) এবং শেরপুর জেলার নখলা উপজেলার মাফলার গ্রামের বাসিন্দা সম্রাট আলী (২৯)।
সম্রাট আলী মধ্যনগর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার চাকরির বয়স প্রায় ৮ বছর ৮ মাস বলে জানা গেছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, শরিশ্যাম গ্রামের রানা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা, ১ পুরিয়া হিরোইন, হিরোইন বিক্রির হিসাব সংক্রান্ত ২টি রেজিস্টার, হিরোইন মাপার ২টি ডিজিটাল ওজন মেশিন, নগদ ৫ হাজার ৫০০ টাকা, ৪টি মোবাইল ফোন এবং ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত দুই ব্যক্তিকে ধর্মপাশা থানায় হস্তান্তর করা হয়েছে।
মো. ইমাম হোসেন/এসএসকে/

