কয়রায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন : অধ্যক্ষসহ ৪ শিক্ষককে শোকজ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ২০:২৪
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাজনৈতিক জনসভায় অংশ নেওয়ার অভিযোগে খুলনার কয়রায় এক কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপালসহ চারজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। খুলনা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় উপস্থিত থাকাসহ ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং যুগ্ম জেলা ও দায়রা জজ ইয়াসমিন নাহার স্বাক্ষরিত এই শোকজ নোটিশ জারি করা হয়।
শোকজ প্রাপ্ত শিক্ষকরা হলেন, কপোতাক্ষ কলেজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ওলিউল্লাহ, ঘুগরাকাটি ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো. শরিফুল ইসলাম, সহকারী মৌলভী মাওলানা রফিকুল ইসলাম ও বেজপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, সরকারি বা আধা-সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থেকে সরাসরি কোনো রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নেওয়া আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। অভিযুক্ত শিক্ষকদের আগামী নির্ধারিত সময়ের মধ্যে কমিটির সামনে উপস্থিত হয়ে এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো সরকারি কর্মকর্তা বা শিক্ষক যদি নির্বাচনী বিধিমালা ভঙ্গ করেন, তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তরিকুল ইসলাম/এসএসকে

