কুমিল্লা কারাগারে ঢুকে নাশকতার চেষ্টা, আটক ২
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ২০:৪৮
কুমিল্লা জেলা কারাগারের নবনির্মাণাধীন একটি সেল ভবনে উঠে নাশকতার চেষ্টার অভিযোগে আটক দুই ব্যক্তিকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লা নগরীর ছায়া বিতান এলাকার আমির হোসেনের ছেলে ইমরান হোসেন হৃদয় ও ধর্মপুর এলাকার আবুল কালামের মেয়ে সুমাইয়া আক্তার।
কারা সূত্রে জানা যায়, কারাগারের নিরাপত্তা সীমানা প্রাচীরের একটি অংশে নির্মাণকাজ চলমান থাকায় ওই দুই ব্যক্তি কারা এলাকায় প্রবেশ করেন। পরে তারা নবনির্মাণাধীন সেল ভবনে উঠে নাশকতার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় পেরিমিটার ওয়ালে কর্মরত শ্রমিকেরা তাদের বাধা দেন।
টাওয়ারে দায়িত্ব পালনরত এক কারারক্ষীর নজরে বিষয়টি এলে রিজার্ভ গার্ডকে অবহিত করা হয়। পরে রিজার্ভ গার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে রিজার্ভ গার্ডে নিয়ে আসেন।
কুমিল্লা কেন্দ্রীয় জেলা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, ‘নিরাপত্তা সীমানা প্রাচীর নির্মাণাধীন থাকলেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক দুজনকে কোতয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সোহাইবুল ইসলাম সোহাগ/এসএসকে/

