ধানের শীষ জিতলে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে : তারেক রহমান
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ২০:৪৯
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষ প্রতীক যতবার জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছে। অতীতের মতো ভবিষ্যতেও বগুড়াসহ সারা দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষের জয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বগুড়া–২ (শিবগঞ্জ) আসনের মোকামতলা বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। প্রায় দুই দশক পর নিজ জেলায় ফিরে সাধারণ মানুষের উপস্থিতিতে এটিই ছিল তাঁর অন্যতম বড় পথসভা।
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের চাঙ্গা করতে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন—বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। আমরা অতীতেও আপনাদের এলাকার উন্নয়নে কাজ করেছি, আগামীতেও সেই ধারা অব্যাহত রাখতে চাই।
পথসভায় বগুড়া–২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর শাহে আলম বক্তব্য দেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এদিন দুপুর থেকেই উত্তরবঙ্গের এই জনপদে উৎসবের আমেজ বিরাজ করে। তাঁকে এক নজর দেখার জন্য মহাস্থান থেকে রহবল দোসীমানা পর্যন্ত সড়কের দুই পাশে অন্তত অর্ধলাখ নেতাকর্মী ও সাধারণ মানুষ ভিড় করেন। মানুষের ভিড়ে পুরো মোকামতলা এলাকা জনসমুদ্রে পরিণত হয়। তীব্র ভিড় সামলাতে হিমশিম খেতে হয় স্থানীয় প্রশাসন ও দলীয় কর্মীদের।
মহাস্থানগড় জিয়ারত শেষে রংপুরের পথে যাওয়ার সময় তিনি এ পথসভায় অংশ নেন। এ সময় তিনি সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং সংহতি প্রকাশ করেন।
এএস/

