Logo

সারাদেশ

ঝিনাইদহ সীমান্তে ৭৭ লাখ টাকার সোনাসহ চোরাকারবারি আটক

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ২০:৫৬

ঝিনাইদহ সীমান্তে ৭৭ লাখ টাকার সোনাসহ চোরাকারবারি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ফয়সাল হাসান শিশির (২৬) নামের এক সোনা চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ফয়সাল হাসান শিশির (২৬) নামের এক সোনা চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। এ সময় তার কাছ থেকে প্রায় ৭৭ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের সোনা জব্দ করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার খোশালপুর বাজার থেকে সোনা জব্দ করা হয়। এদিন সন্ধ্যা ৬টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

ফয়সাল হাসান শিশির মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর গ্রামের মুনজিল তরফদারের ছেলে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে খোশালপুর বাজারের ব্রিজের ওপর চেকপোস্ট বসায় বিজিবি। এ সময় সন্দেহভাজন ফয়সাল হাসান শিশিরকে দেখতে পেয়ে অভিযান পরিচালনাকালে ৪ পিস সোনার বার এবং সঙ্গে ছোট একটি সোনার টুকরা পাওয়া যায়। যা সে ভারতে পাচার করার উদ্দেশ্যে বহন করছিল।

তিনি আরও জানান, জব্দকৃত সোনার সর্বমোট ওজন ৩৫৮.৮৪ গ্রাম। যার সিজার মূল্য ৭৭ লাখ ৫২ হাজার ৪১২ টাকা। পরে আসামিকে মোবাইল ও বাইসাইকেলসহ মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত সোনা ঝিনাইদহ জেলা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

এম বুরহান উদ্দীন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সীমান্ত বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর