বিএনপি প্রার্থীর বক্তব্য ভাইরাল
‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আ’লীগকে রাজনীতির সুযোগ দেবেন’
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ২১:৪১
বিএনপির প্রার্থী রশীদ আহমাদ
যশোর-৫ (মণিরামপুর) আসনের বিএনপির প্রার্থী রশীদ আহমাদ বলেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পুনরায় আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেওয়া হবে। যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নেই, তাই নির্বাচকরা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।
নির্বাচনী পথসভায় ভবদহ এলাকায় তার দেওয়া এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বক্তব্যটি বিভিন্ন রাজনীতিক দলের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
রশীদ আহমাদ ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। বিএনপির শরীক দল হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ার পর তিনি জমিয়তে উলামায়ে ইসলাম থেকে পদত্যাগ করে ধানের শীষের প্রতীকে নির্বাচন করছেন।
ভিডিওতে রশীদ আহমাদকে বলতে দেখা যায়, “এ এলাকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগ করে। আমার বাবা মরহুম জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন নিষিদ্ধ সব রাজনীতিক দল চালু করেছিলেন। আশা করি দেশনায়ক তারেক রহমান ক্ষমতায় এলে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতির সুযোগ দেবেন। এখানে যারা আওয়ামী লীগ করে, তারা তাদের আদর্শে রাজনীতি করবে। যেহেতু এবার ভোট দেওয়ার সুযোগ নেই, আপনারা ধানের শীষে ভোট দিন।”
কিছু বিশ্লেষক মন্তব্য করছেন, এ ধরনের বক্তব্যে বিএনপি আওয়ামী লীগের ভোট ব্যাংককে নিজের দিকে টানতে চাইছে।
মণিরামপুর আসনের ধানের শীষ প্রার্থী রশীদ আহমাদ বলেন, “আমার বক্তব্য ছিলো নিরপরাধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য। বিএনপি ও দেশনায়ক তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না। সেটার উদাহরণ হিসেবেই আমি এই বক্তব্য দিয়েছি। প্রতিপক্ষ ভোটের মাঠে ভিন্ন কৌশল অবলম্বন করছে।”
এএস/

