‘তিন শতাধিক’ অনুসারী নিয়ে বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ২৩:১২
ছবি: সংগৃহীত
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা কমিটির সহসভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম মাহমুদ মাহবুব মাস্টার। শুক্রবার বিকেলে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে বরিশাল-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নান মাস্টারের উঠান বৈঠকে তিনি যোগ দেন। এ সময় তার সঙ্গে ‘তিন শতাধিক’ অনুসারীও জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা জানিয়েছেন, গোলাম মাহমুদ মাহবুব মাস্টারকে পেয়ে তারা উজ্জীবিত হয়েছেন।
বৃহস্পতিবার বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে দল থেকে পদত্যাগের চিঠি দেন গোলাম মাহবুব মাস্টার। তিনি পদত্যাগপত্র নিজের ফেসবুক আইডিতেও শেয়ার করেন। এতে লিখেছেন, দীর্ঘ চার দশক ধরে সুনাম ও নিষ্ঠার সঙ্গে বিএনপির একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে রাজনীতি করেছেন। এই দীর্ঘ সময়ে তিনি মামলা-হামলা, জেল-জুলুম, নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে নিজের দলেও তিনি লাঞ্ছিত, বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই পদত্যাগ করেছেন।
জামায়াতে ইসলামীতে যোগদান করে গোলাম মাহবুদ মাহবুব সাংবাদিকদের বলেন, “জিয়াউর রহমান মারা যাওয়ার পর বিএনপির অর্ধেক শেষ হয়ে গেছে। খালেদা জিয়া মারা গেলে বাকি অর্ধেকও শেষ হয়ে গেছে। বর্তমানে বিএনপির লেবেল আছে। দলের মধ্যে লুটেরা, চাঁদাবাজ, মাদকসেবী ও দখলবাজ রয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। জামায়াতে ইসলামীতে এসব নেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য তারা জীবন বাজি রাখে। সেই সত্যের সৈনিক হওয়ার জন্য আমি যোগ দিয়েছি।”
বরিশাল-২ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান বলেন, “৫ আগস্টের পর দেশের মানুষের কাছে আমরা নিজেদের তুলে ধরতে সক্ষম হয়েছি। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ গঠনের জন্য বিভিন্ন দল থেকে এসে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। এর মাধ্যমে আমাদের বিজয় নিশ্চিত হবে। এটা বরিশাল-২ আসনের বানারীপাড়া ও উজিরপুর উপজেলা থেকে শুরু হয়েছে।”
এই বিষয়ে বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে ফোন করা হলে তিনি ধরেননি।

