নড়াইলে ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে নদীতে পড়ে এক ব্যক্তি নিখোঁজ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:১৩
নবগঙ্গা নদী। ছবি : সংগৃহীত
নড়াইলের কালিয়ায় একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে নবগঙ্গা নদীতে পড়ে মনোজ পাইক (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চনপুর ঘাট এলাকায় একটি চলন্ত ট্রলার থেকে তিনি নদীতে পড়ে যান।
নিখোঁজ মনোজ পাইক খুলনার দিঘলিয়া উপজেলার কামারগাতী গ্রামের সুনীল পাইকের ছেলে। তার ভাই সবুজ পাইক জানান, মনোজ দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, ট্রলারে থাকা অবস্থায় শারীরিক অসুস্থতার কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছেন।
পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে খুলনার দিঘলিয়া থেকে কালিয়া উপজেলার কালুখালী এলাকায় মতুয়া সম্প্রদায়ের একটি ধর্মীয় সমাবেশে যোগ দিতে ৩৫ জনের একটি দলের সঙ্গে এসেছিলেন মনোজ। অনুষ্ঠান শেষে রাতে ইঞ্জিনচালিত ছোট নৌকা (ট্রলার) করে দলটি দিঘলিয়ার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে কাঞ্চনপুর শ্মশানঘাট এলাকায় পৌঁছালে মনোজ অসাবধানতাবশত ট্রলার থেকে নদীতে পড়ে তলিয়ে যান। সহযাত্রীরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে খুলনায় ফিরে যান।
পরবর্তীতে স্বজনরা মুঠোফোনের মাধ্যমে কালিয়া থানা ও বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়িকে বিষয়টি অবহিত করেন। বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় রাতেই প্রাথমিক তল্লাশি চালানো হয়। তবে অন্ধকারের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। সকালে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু করবেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে নৌ পুলিশ ও থানা পুলিশ সমন্বয় করে কাজ করছে।
কৃপা বিশ্বাস/এআরএস

