Logo

সারাদেশ

টেকনাফে নামাজরত শাশুড়িকে কুপিয়ে হত্যা, পুত্রবধূ আটক

Icon

ইমতিয়াজ মাহমুদ ইমন,কক্সবাজার

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭

টেকনাফে নামাজরত শাশুড়িকে কুপিয়ে হত্যা, পুত্রবধূ আটক

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় নামাজরত অবস্থায় পুত্রবধুর দায়ের কোপে শাশুড়ির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুত্রবধূ ছেনুয়ারা (২১) কে আটক করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পূর্বপাড়া নতুন মসজিদ সংলগ্ন গুচ্ছগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ দিন আগে মো. ইদ্রিসের স্ত্রী ছেনুয়ারা বেগমের সঙ্গে তার শাশুড়ি মনোয়ারা বেগমের পারিবারিক বিষয় নিয়ে তর্ক হয়। একপর্যায়ে রাগান্বিত হয়ে ছেনুয়ারা নিজ বাপের বাড়ি চলে যান। বৃহস্পতিবার তিনি স্বামীর বাড়ি ফিরে এসে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক আচরণ করেন।

তার স্বামী মো. ইদ্রিস পেশায় জেলে। শুক্রবার দুপুর আনুমানিক ৩টার দিকে তিনি নিয়মিত কাজে সাগরে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে ছেনুয়ারা বেগম নামাজরত শাশুড়ি মনোয়ারা বেগমের গলায় ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

আহত মনোয়ারা বেগমকে দ্রুত শামলাপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ছেনুয়ারা দাটি ঘরের চালে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে। প্রথমে তিনি ঘটনা অস্বীকার করলেও পরে শাশুড়িকে কুপিয়ে পালানোর কথা স্বীকার করেন।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক আসামি ছেনুয়ারা বেগমকে আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর