Logo

সারাদেশ

লোহাগাড়ায় যৌথ অভিযানে ৪৫ রোহিঙ্গা আটক, ভুয়া এনআইডি উদ্ধার

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫

লোহাগাড়ায় যৌথ অভিযানে ৪৫ রোহিঙ্গা আটক, ভুয়া এনআইডি উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের লোহাগাড়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জন অবৈধ রোহিঙ্গাকে আটক ও ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) লোহাগাড়ার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মং এছনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করে।

পদুয়া ইউনিয়নের ঠাকুরদীঘি ও লোহাগাড়া সদর ইউনিয়নের উজিরভিটা এলাকায় অভিযান চালিয়ে ২২ জন পুরুষ, ৮ জন নারী ও ১৫ শিশুসহ মোট ৪৫ রোহিঙ্গাকে আটক করা হয়।

এছাড়া, অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের এনআইডি সরবরাহকারী সন্দেহে এক ব্যক্তির বাসায় তল্লাশি চালিয়ে বেশ কিছু সিম কার্ড, একাধিক ভুয়া এনআইডি, এনআইডির ফটোকপি ও এফসিএন কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়।

আটক রোহিঙ্গা ও ভুয়া এনআইডি লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, আটক রোহিঙ্গাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। রোহিঙ্গাদের অবৈধ এনআইডি তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আবুল কালাম আজাদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রোহিঙ্গা শরণার্থী আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর