নওগাঁর মহাদেবপুর উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় একটি ভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের পাঠকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুইজনের পরিচয় মিলেছে। তারা হলেন- উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল একটি দ্রুতগতির ড্রামট্রাক। পথে পাঠকাঠি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ভ্যানকে সজোরে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস জানান, ভোর ৫টার দিকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুইজনের পরিচয় মিলেছে। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, ড্রামট্রাকটির অতিরিক্ত গতি বা চালকের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি চিহ্নিত করার কাজ চলছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এম এ রাজ্জাক/এমবি

