দেশের সিংহভাগ মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় : প্রিন্স
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:০৫
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘দেশের সিংহভাগ মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। ইনশাআল্লাহ জনগণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আগামী নির্বাচনে ক্ষমতায় নিয়ে যাবে।’
তিনি বলেন, ‘এই নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয়—এ নির্বাচন জনগণের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।’ গারো পাহাড়ের পাদদেশের হালুয়াঘাট ও ধোবাউড়াকে দশকের পর দশক অবহেলিত রাখা হবে না বলে তিনি উল্লেখ করেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) ময়মনসিংহের হালুয়াঘাটে দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, ‘যারা বিএনপির পরিচয়ে পরিচিত হয়ে দলের হাইকমান্ডের কাছে প্রদত্ত ওয়াদা ভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তারা রাজনীতিকে ব্যবসার হাতিয়ার বানাতে চায়। এদের দলের প্রতি কোনো আনুগত্য বা ভালোবাসা নেই। এরা সেমাই-চিনি দিয়ে জনগণকে কিনতে চায়। জনগণ সেমাই-চিনি নয়, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, কলকারখানা, কর্মসংস্থান ও নিজেদের ভাগ্যের পরিবর্তন চায়।’
তিনি আরও বলেন, ‘একমাত্র ধানের শীষে ভোট দিলেই এগুলো সম্ভব। ধানের শীষে ভোট মানেই উন্নয়ন, ধানের শীষে ভোট মানেই ন্যায়বিচার ও জনগণের শাসন।’
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও এক কোটি কর্মসংস্থানের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপি মনে করে, প্রান্তিক জনগোষ্ঠীর মুখে হাসি থাকলে বাংলাদেশ হাসবে, প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ মোচন হলে বাংলাদেশের দুঃখ মোচন হবে।’
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা উন্নয়ন ও স্বনির্ভরতার রাজনীতিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাস্তবায়ন করেছিলেন বলেও তিনি দাবি করেন।
শুক্রবার সকালে তিনি হালুয়াঘাটের দক্ষিণাঞ্চলের সাত ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে যুগলী, ধুরাইল, স্বদেশী ও আমতৈল ইউনিয়নে পথসভা ও উঠান বৈঠকে বক্তব্য দেন।
রাতে হালুয়াঘাট উচ্চ বিদ্যালয় মাঠে একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণকালে তিনি হালুয়াঘাটে স্টেডিয়াম নির্মাণ ও যুবসমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধারাও এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
উম্মর ফারুক আকাশ/এআরএস

