মাটির ব্যাংক ভেঙে নির্বাচনী তহবিল সংগ্রহ বাসদ প্রার্থীর
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৫৫
ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী মনীষা চক্রবর্ত্তী ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে মাটির ব্যাংক ভেঙে নির্বাচনী তহবিল সংগ্রহ শুরু করেছেন।
‘জনগণের টাকায় নির্বাচন করবেন জনগণের প্রার্থী’—এ স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৩০ জানুয়ারি) নগরীর ফকিরবাড়ি রোডে অবস্থিত বাসদের জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মনীষা চক্রবর্ত্তী বলেন, বর্তমানে নির্বাচন একটি ব্যবসায় পরিণত হয়েছে। পুঁজিপতিরা কোটি কোটি টাকা বিনিয়োগ করে নির্বাচিত হয়ে পরে তার বহুগুণ অর্থ লুটপাট করেন। এ দুষ্টচক্র ভাঙতেই বাসদ জনগণের ক্ষুদ্র সঞ্চয়ের ওপর ভর করে নির্বাচন করতে চায়।
তিনি আরও বলেন, বড় ব্যবসায়ী বা কালো টাকার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের দুই, পাঁচ কিংবা দশ টাকার শ্রমলব্ধ অর্থ দিয়েই নির্বাচন করা হবে। এতে জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত থাকবে।
মনীষা জানান, প্রথম দিনেই ১০টি মাটির ব্যাংক ভাঙা হয়েছে, যেখান থেকে ১০ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ৯০টি ব্যাংক ভেঙে নির্বাচনী তহবিল সংগ্রহ করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনী ব্যয় নির্বাহের লক্ষ্যে এক মাস আগে নগরীর বিভিন্ন রিকশা গ্যারেজ, ক্ষুদ্র দোকান, হোটেল ও সাধারণ মানুষের বাসাবাড়িতে কয়েকশ মাটির ব্যাংক বিতরণ করা হয়। খেটে খাওয়া মানুষ প্রতিদিন তাদের সামান্য সঞ্চয় এসব ব্যাংকে জমা করেন। পরবর্তীতে সেগুলো সংগ্রহ করে খোলা হচ্ছে।
এছাড়া মাটির ব্যাংকের পাশাপাশি বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও শুভানুধ্যায়ীদের কাছ থেকে ক্ষুদ্র অনুদান গ্রহণ করা হচ্ছে। দলের নেতাকর্মীরা কোনো পারিশ্রমিক ছাড়াই স্বেচ্ছাশ্রমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলেও জানানো হয়।
চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংসদকে ‘কোটিপতিদের আড্ডাখানা’ নয়, বরং গণমানুষের ক্ষমতায়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান মই প্রতীকের এ নারী প্রার্থী।
সংবাদ সম্মেলনে বাসদের কেন্দ্রীয় ও বরিশাল জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গাজী আরিফুর রহমান/এমবি

