নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:০৫
ছবি : বাংলাদেশের খবর
নরসিংদীর শিবপুরে পূর্বশত্রুতার জেরে শরীফুল ইসলাম (২৫) নামে এক মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির সামনে তাকে মাথায় কুপিয়ে আহত করা হয়।
নিহত শরীফুল ইসলাম শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের জানখাঁরটেক এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে। তিনি যোশর ইউনিয়ন মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
অন্যদিকে যার বিরুদ্ধে কুপিয়ে হত্যার অভিযোগ, তিনি নিহত শরীফুলের চাচাত ভাই শাকিল মিয়া। শাকিল মিয়া (২৩) একই এলাকার বাদল মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তেজিত হয়ে শরীফুলের বাড়ি যায় শাকিল। এ সময় শাকিল ধারালো অস্ত্র দিয়ে শরীফুলের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে শাকিল সেখান থেকে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় শরীফুলকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় রেফার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
শিবপুর মডেল থানার উপপরিদর্শক মো. মাসুদুর রহমান জানান, নিহত শরীফুলের মাথায় কোপ দিয়েছেন তার চাচাত ভাই শাকিল। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। ঢাকা থেকে মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সুমন রায়/এআরএস

