Logo

সারাদেশ

তালতলীতে জব্দ জাটকা এতিমখানায় বিতরণ

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:১৪

তালতলীতে জব্দ জাটকা এতিমখানায় বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

বরগুনার তালতলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা জাটকা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের বটতলা এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে ১০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সেবক মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাটকা মাছ জব্দ করা হয়। জাটকা পরিবহনের দায়ে চালক শাকিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা মাছ ১৮টি এতিমখানা ও হতদরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন ও নৌ পুলিশ ইনচার্জ সাগর ভদ্র অভিযানে উপস্থিত ছিলেন।

খান নাঈম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর