Logo

সারাদেশ

‘কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে নেমেছি’

Icon

গাজী আরিফুর রহমান, বরিশাল

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:১২

‘কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে নেমেছি’

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজীর একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। নির্বাচনে অংশগ্রহণ ও ভোটাধিকার প্রসঙ্গে দেওয়া ওই পোস্টে তিনি নিজের ও দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা প্রকাশ করেছেন।

ডা. সিরাজুল ইসলাম সিরাজী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘আমার কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে নেমেছি। দাফন আমার মাদ্রাসার পাশে। আমার নেতাকর্মীরাও প্রস্তুত রেখেছেন। আবার কেউ কেউ ১০ তারিখের আগেই কাফনের কাপড় কিনে রাখবেন। দেখি ঝালকাঠি-২ আসনে কেমন করে ভোটাধিকার হরণ করা হয়।’

এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তার সমর্থকেরা বলছেন, এটি ভোটাধিকার রক্ষায় দৃঢ় অবস্থানের প্রতিফলন। তাদের মতে, অতীতের নির্বাচনী অভিজ্ঞতা থেকেই প্রার্থী এমন বক্তব্য দিয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতারা বলছেন, ‘আমরা শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চাই। সহিংসতা বা অস্থিরতা চাই না। তবে ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করা জরুরি।’

অন্যদিকে স্থানীয় কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, এ ধরনের বক্তব্য নির্বাচনী পরিবেশে উদ্বেগ বাড়াতে পারে। তাদের মতে, সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটাধিকার প্রয়োগে বাধাহীন পরিবেশ তৈরি করা প্রশাসন ও নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ।

এ বিষয়ে জেলা প্রশাসন কিংবা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে নির্বাচন কমিশন এর আগে একাধিকবার জানিয়েছে, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ঝালকাঠি-২ আসনে এবার একাধিক রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই প্রচার-প্রচারণার পাশাপাশি বক্তব্য ও মন্তব্যে উত্তাপ বাড়ছে। এই পরিস্থিতিতে ভোটারদের মধ্যে যেমন আগ্রহ রয়েছে, তেমনি রয়েছে নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত হওয়ার প্রত্যাশা।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর