কর্মসংস্থানে শিক্ষা ও শিল্পের যৌথ ভূমিকা নিয়ে যশোরে সেমিনার
যশোর প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:৪৫
ছবি : বাংলাদেশের খবর
যশোর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে ‘জব ফেয়ার–২০২৬’ উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে কলেজের রিসোর্স সেন্টারে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের বিষয় ছিল ‘ভবিষ্যৎ কর্মসংস্থান নিশ্চিতকরণে শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ ভূমিকা’। এতে শিক্ষার্থী, শিক্ষক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারটির উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী বাবু সাহা।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন অটোমোবাইল চীফ ইনস্ট্রাক্টর জয়ন্ত কুমার বিশ্বাস। সেমিনারে সভাপতিত্ব করেন যশোর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী জহীরুল হক মজুমদার। এছাড়া বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান ও ভবিষ্যৎ শিল্পখাতে দক্ষ জনবলের চাহিদা পূরণে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সমন্বয় করা গেলে দক্ষ মানবসম্পদ তৈরি সম্ভব হবে এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিতকরণ আরও সহজ হবে।
উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্প (ASSET)-এর আওতায় ‘জব ফেয়ার–২০২৬’ আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। দিনব্যাপী মেলার সমাপনী পর্বে স্টলে অংশগ্রহণকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মধ্যে সম্মাননা স্মারক (ক্রেস্ট) বিতরণ করা হয়।
শহিদ জয়/এআরএস

