Logo

সারাদেশ

মানিকগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১৩:৫৪

মানিকগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ) এর উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান ডেবোনেয়ার গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

তিনি বলেন, ‘শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। টিআরইউ-এর এ উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে ডেবোনেয়ার গ্রুপের মতো প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এগিয়ে আসায় এটি অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় হবে।’

টিআরইউ-এর সভাপতি বিএম খোরশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতি তার বক্তব্যে বলেন, ‘শীত মৌসুমে অসহায় মানুষের দুঃখ লাঘব করাই আমাদের উদ্দেশ্য। ডেবোনেয়ার গ্রুপের সহযোগিতা ছাড়া এ উদ্যোগ সফল হতো না। ভবিষ্যতেও আমরা সামাজিক কার্যক্রম অব্যাহত রাখতে চাই।’

সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন বলেন, ‘সাংবাদিকদের সংগঠন হিসেবে আমরা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নই, সামাজিক দায়বদ্ধতা থেকেও মানবিক কাজে সম্পৃক্ত হতে চাই। ডেবোনেয়ার গ্রুপকে আমরা এ সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ছারোয়ার ছানু, জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, টিআরইউ-এর উপদেষ্টা আহমেদ সাব্বির সোহেল, গাজী ওয়াজেদ আলম লাভলু, প্রেসক্লাবের সদস্য মনিরুল ইসলাম মিহির, টিআরইউ-এর যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, সহ-সম্পাদক ইউসুফ আলী, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রানা পারভেজ, কার্যকরী পরিষদ সদস্য শহীদুল ইসলাম, আকরাম হোসেন, আসাদ জামান, আল-আমিন মাহমুদ, সাধন সূত্রধর, আফ্রিদি আহাম্মেদ ও জহিরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে মোট ৪০০টি কম্বল শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়।

আফ্রিদি আহাম্মেদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর