Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

Icon

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১৪:২৭

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুর গ্রামের মৃত হারুনের ছেলে দানেশ আলী (৫৩) ও তার স্ত্রী তাহেরা বেগম (৩০)।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রী পরস্পর যোগসাজশে নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ক্রমিক নং ১৯(ক)/৪১ ধারায় তাদের বিরুদ্ধে নাচোল থানায় একটি নিয়মিত মামলা রুজুর জন্য এজাহার দাখিল করা হয়েছে।

মনিরুল ইসলাম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর