Logo

সারাদেশ

তাড়াশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১৯:১৫

তাড়াশে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

সিরাজগঞ্জ- ৩ (তাড়াশ, রায়গঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী মো.  ইলিয়াস রেজা রবিন নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শনিবার নওগাঁ শাহ শরীফ জিন্দানী (রহ)’র মাজার জিয়ারতের মধ্যে দিয়ে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।  

তিনি সমর্থক ও ভোটারদের সাথে নিয়ে মাজার জিয়ারত শেষে এলাকার উপস্থিত লোকজনের নিকট  লিফলেট বিতরণ এবং ঘোড়া মার্কা প্রতীকে ভোট প্রার্থণা করেন। এ সময় স্থানীয় ভোটাররা ও সমর্থকরা তার সঙ্গে ছিলেন।

তিনি  জনগণের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঘোড়া মার্কা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।  

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনে ঘোড়া প্রতীকে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

মনিরুল ইসলাম/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর