ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ২০
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ২০:২১
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে ফরিদপুর–ভাঙ্গা–বরিশাল মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় সাড়ে দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পুখুরিয়া ব্রাহ্মণকান্দা এএস একাডেমিতে শনিবার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ফুটবল খেলার সময় মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা এলাকার কয়েকজন যুবকের সঙ্গে হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী মৌজার যুবকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।
পরবর্তীতে দুই পক্ষের গ্রামবাসীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের সময় ইট-পাটকেল নিক্ষেপসহ ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সংঘর্ষের তীব্রতার কারণে প্রথমদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। পরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষ থামার পর মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
ইমরান মুন্সী/এসএসকে/

