যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ঢামেক প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৯

ছবি : সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের মেয়ে জুই আক্তার গুরুতর আহত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের বিপরীতে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- আব্দুল জব্বার (৪৫) ও তার স্ত্রী রুনা খানম (৩৮)। আহত জুই আক্তার (১৪)।
নিহত দম্পতির বড় মেয়ে বলেন, ‘তার বাবা-মা ছোট বোন জুইকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। আমি তখন শ্বশুরবাড়িতে ছিলাম। দুর্ঘটনার খবর পেয়ে ঢামেকে ছুটে আসি।’
পরিবারের সদস্যরা জানান, তাদের গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুরে। বর্তমানে তারা রাজধানীর ডেমরা কোনাবাড়ি এলাকায় বসবাস করছিলেন।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ইরফান বলেন, ‘রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিক-আপ ভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন। গুরুতর আহত জুই আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পিক-আপ ভ্যানটি জব্দ করা হয়েছে।’
এআইবি/এমআই