সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৩

দৈনিক প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক ও কুমিল্লা প্রেসক্লাবের সদস্য এম সাদেক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কুমিল্লা গোমতী নদীতে মাছ ধরার উৎসবের ছবি তুলতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতাল এ নিয়ে এলে দুপুর ১টা ৫৭ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
এম সাদেক কুমিল্লার সিনিয়র সাংবাদিক। তিনি প্রথম আলোর প্রতিষ্ঠালগ্ন থেকেই কর্মরত ছিলেন।
মৃত্যুকালে তিনি একজন ছেলে, স্ত্রী, নাতি-নাতনিনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ মাগরিব কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
তার এই মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমানসহ কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
- ওএফ