Logo

সারাদেশ

খালে ভাসমান অবস্থায় মিলল হাসানের মরদেহ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৬

খালে ভাসমান অবস্থায় মিলল হাসানের মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর শাখা কন্নারকুম খাল থেকে ভাসমান অবস্থায় হাসান মুরাদ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের রেললাইনের পশ্চিম পাশে বহদ্দারকাটা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হাসান মুরাদ উপজেলার শাহারবিল নয়াপাড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসীম উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, মাতামুহুরী নদীর শাখা কন্নারকুম খালের তীরে যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে মাতামুহুরী পুলিশ ও বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির যৌথ টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সুফল চন্দ্র সিংহ বলেন, নিহতের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর